মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা শিশু একাডেমিতে বিভিন্ন প্রতিযোগিতা
মহান ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উপলক্ষে জেলার ২শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসন এবং জেলা শিশু একাডেমির সহযোগিতায় শিশু একাডেমির হলরুমে সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মোঃ. আসিফ ইকবাল, জেলা শিশু একাডেমি পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক মোশতাক আহমেদ শুভ্র, শেখ ফারুকুজ্জামান ডেভিড, বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট চিত্র শিল্পী আব্দুল জলিল, মোঃ. আব্দুস সবুর, দীপক কুমার মৃধা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম। উল্লেখ্য বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে আগামী ২৬ শে মার্চ সন্ধ্যার অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে।