জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করা হবে
৫ম উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ উপলক্ষে প্রার্থী, কর্মকর্তা, সাংবাদিক ও সূধিজনদের সাথে এক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি এসএম মোস্তফা কামাল বলেন-আপনাদের আশ্বস্ত করতে চাই সকল মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবেন। কোন ভয়ভীতি থাকবে না, কারণ সকল দলের অংশগ্রহণে আগে যেরকম ভোট হয়েছে ঠিক সেরকমই ভোট অনুষ্ঠিত হবে। সামনে এসে আর কেউ ভোট দিতে পারবে না। গোপন ব্যালটের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলী,কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মনিরুজ্জামান,উপজেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান প্রমুখ। উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে নির্বাচনী প্রার্থী, প্রার্থীদের প্রতিনিধি, নির্বাচনে দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।