কালিগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, সহকারী শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, দক্ষিনশ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার, কালিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংবাদিক আশেক মেহেদী, সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, সীমান্ত এলাকার বিজিবি ক্যাম্প ইনচার্জ কমান্ডারগন যথাক্রমে নায়েব সুবেদার সাইদুর রহমান, আব্দুল মান্নান, শরীফ ও শাহাব, প্রমুখ। সভায় সম্প্রতি কৃষ্ণনগরে ডাকাতি হওয়ার ঘটনায় থানার ওসি বলেন, ডাকাতির ঘটনার বিষয়টি পুলিশ তদন্ত করছে। ইতিমধ্যে একজন গ্রেফতার হয়েছে। ডাকাতির ঘটনায় জড়িতদের সনাক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, কালিগঞ্জের সার্বিক পরিস্থিতি ভাল রয়েছে। আগামী ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন আবাদ, নিরাপক্ষ ও সুষ্ট করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হবে। কেউ কোন ভাবে অনিয়ম ও বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন আমি আমার জায়গা থেকে একবিন্দু বিচ্যুত হবো না। ভোটাররা নির্বাচনের দিন স্বাধীন ভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবে। এছাড়া উপজেলা কৃষি ঋণ কমিটির সভা, এনজিও সমন্বয় সভা ও উপজেলা পরিষদ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।