আবরারের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ
বাস চাপায় নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে ৭ দিনের মধ্যে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই ক্ষতিপূরণ দেবে সু-প্রভাতের বাস কোম্পানি। একইসঙ্গে নিহত এ শিক্ষার্থীর পরিবারকে কেনো ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।
বুধবার এ সংক্রান্ত রুলটি জারি করেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
এছাড়া, সড়কে নিরাপত্তা দেয়ার ব্যাপারে অব্যাহত ব্যর্থতা কেনো অবৈধ নয় এ বিষয়ে রুল জারি করা হয়। সেই সঙ্গে, বিআরটিএ, বুয়েটকে ঘটনার তদন্ত করে রিপোর্ট দাখিলেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এর আগে গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর নর্দ্দা এলাকায় রাস্তা পার হওয়ার সময় সু-প্রভাত পরিবহনের চাপায় নিহত হন বিইউপির ছাত্র আবরার আহমেদ চৌধুরী।
Please follow and like us: