ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালী ও আলোচনা সভা
দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে কেক কাটা, র্যালী ও আলোচনা সভা।
আজ বুধবার বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাব হলরুমে আলোচনা সভায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কেক কাটেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, বাংলাদেশ মফঃস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতা কবীর নেওয়াজ রাজ, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা কবিরুজ্জামান পল্টু, উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি নিয়াজ কওছার তুহিন, শেখ আনোয়ার হোসেন। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সাতক্ষীরা নিউজ ২৪ এর সম্পাদক ইশারাত আলী, , সদস্য ও সিনিয়র সাংবাদিক জি এম সামসুর রহমান, আলহাজ্ব মহিউদ্দীন আহম্মাদ,ডাঃ কেরামত আলী, শেখ মেদোচ্ছের হোসেন জান্টু, শেখ আব্দুল করিম মামুন হাসান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ হোসেন মন্টু, কালিগঞ্জ অনলাইন রিপোর্টস ক্লাবের সভাপতি ইমরান আলী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংবাদিক মোখলেছুর রহমান মুকুল ও শেখ সাইফুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুধী ও সাংবাদিকবৃন্দ।