বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু ২১ মার্চ

আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯ এর টিকিট বিক্রি শুরু হবে আগামী ২১ মার্চ (বৃহস্পতিবার) থেকে। আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। মাসব্যাপী চলবে ব্যাট-বলের যুদ্ধ। সিডব্লিউসি১৯ ওয়েবসাইট থেকে এ টিকিট কেনা যাবে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, টিকেটের চাহিদা ব্যাপক। বিশ্বকাপের সব ভেন্যু মিলে আসন সংখ্যা ৮ লাখ। এর বিপরীতে এরই মধ্যে আবেদন জমা পড়েছে ৩০ লাখ।

বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তান। আসছে ১৬ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে হওয়ার কথা ইন্দো-পাক লড়াই। সেখানে আসন সংখ্যা মাত্র ২৫ হাজার। আর আবেদন জমা পড়েছে ৪ লাখ।

লন্ডনে প্রমোশনাল ইভেন্টে আইসিসি বিশ্বকাপ টুর্নামেন্ট পরিচালক স্টিভ এলওর্থি জানান, পাক-ভারত ম্যাচের টিকেটের চাহিদা ব্যাপক। অপর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, এমনকি ফাইনালের চেয়েও বেশি। স্বাভাবিকভাবেই অজস্র ক্রিকেটপ্রেমী হতাশ হবেন।

এবারের ক্রিকেটের সর্বোচ্চ আসরে অংশগ্রহণ করবে ১০টি দেশ। দলগুলো হলো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এটি বিশ্বকাপের দ্বাদশ আসর।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)