‘ইনশাল্লাহ’ সালমান-আলিয়া একসঙ্গে!
আলিয়া ভাটের সিভিতে একের পর এক যোগ হচ্ছে নতুন নাম। এ বারের সংযোজন সালমান খান। সঞ্জয়লীলা বানসালীর আগামী ছবি ‘ইনশাল্লাহ’তে জুটি বাঁধছেন সালমান এবং আলিয়া।
এর আগে ‘হম দিল দে চুকে সানাম’ এর পরে প্রায় ২০ বছর পরে সালমান আর বানসালী একসঙ্গে কাজ করবেন। আর পরিচালকের সঙ্গে আলিয়ার এটি প্রথম কাজ।
দুই অভিনেতাই সোশ্যাল মিডিয়ায় খবরটি জানিয়েছেন। আলিয়া লিখেছেন, সঞ্জয় স্যারের ছবিতে কাজ করা আমার কাছে খোলা চোখে দেখা স্বপ্নের মতো।
এদিকে, সালমান যে বানসালীর পরবর্তী ছবিতে আছেন, এ খবর নিয়ে কোনো সন্দেহ ছিল না। নায়িকার চরিত্রে কখনো প্রিয়াঙ্কা, কখনো ক্যাটরিনার নাম শোনা যাচ্ছিল। প্রথমে নাকি ঠিক ছিল ছবির নাম হবে ‘হম দিল দে চুকে সনম টু’।
এছাড়া, সালমানের সঙ্গে দীপিকা পাড়ুকোনকে কাস্ট করার ইচ্ছে ছিল বানসালীর। কিন্তু ভাইজানের সঙ্গে দীপিকার কোনো দিনই তেমন জমে না। শেষ পর্যন্ত বানসালী তার এপিক রোম্যান্টিক ড্রামার জন্য আলিয়াকে বেছে নিলেন।