কলারোয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা
কলারোয়ায় কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কলারোয়া থানা পুলিশ এ খেলার আয়োজন করে। মঙ্গলবার সকাল ১১টার দিকে কলারোয়া ফুটবল মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে প্রতিযোগিতার উদ্বোধন করেন থানা সেকেন্ড অফিসার নাজিমুদ্দীন। উপজেলার ৮টি ইউনিয়নের কাবাডি দল প্রতিযোগিতায় অংশ নেয়। ১ম রাউন্ডের খেলা শেষে সেমিতে উঠেছে লাঙ্গলঝাড়া ও কুশোডাঙ্গা এবং চন্দনপুর ও হেলাতলা ইউনিয়ন পরিষদ। এসময় উপস্থিত ছিলেন পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, থানার এসআই রইচউদ্দীন, এএসআই মোস্তাক আহমেদ, কামরুল হাসান, মিজানুর রহমান, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ। ধারা বর্ননায় ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, শেখ শাহাজাহান আলী শাহিন ও থানার অপারেটর রইচ উল ইসলাম। খেলার জার্জ এর দায়িত্ব পালন করেন মাসউদ পারভেজ মিলন ও আব্দুল্লাহ আল মামুন। লাইন জার্জ ছিলেন ফারুক হোসেন স্বপন, রেজাউল করিম লাবলু, নাজমুল হাসনাইন মিলন ও তপু। অফিসিয়াল স্কোরার ছিলেন মাস্টার আব্দুল ওহাব মামুন। বুধবার বিকালে একই মাঠে দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।