কলারোয়ায় ৫ম শ্রেণির ছাত্রের আকস্মিক মৃত্যু
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কলারোয়ায় মোখলেছুর রহমান (১২) নামের এক স্কুল ছাত্রের আকস্মিক মৃত্যু হয়েছে। সে উপজেলার যুগিখালী গ্রামের খলিলুর রহমানের।
মোখলেছুর যুগিখালী প্রাইমারি স্কুলের ৫ম শ্রেণির ছাত্র। সূত্র জানায়- সোমবার সন্ধ্যায় বন্ধুদের সাথে খেলা করে বাড়িতে যাওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কলারোয়া হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎস্যরা তাকে মৃত ঘোষণা করেন।
কলারোয়া হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত পিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন। যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান জানান- স্কুল ছাত্র মোখলেছুরের মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
Please follow and like us: