প্রাথমিক শিক্ষাই মূল শিক্ষা -এমপি রবি
‘প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় দুইদিন ব্যাপী জাতীয় শিক্ষা মেলা ও শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে পিটিআই চত্বরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘কে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। সেই ইতিহাস কোমলমতি শিক্ষার্থীদের শেখাতে হবে। প্রাথমিক শিক্ষাই হল মূল শিক্ষা। প্রাথমিক শিক্ষকরাই শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারে। নেতৃত্ব ভাল হলে সকল কিছুই ভাল হয়। শিক্ষকরা জাতি ও সুনাগরিক গড়ার কারিগর। মেলার সকল স্টলে মহান স্বাধীনতার ইতিহাস ঐতিহ্য ও কোমলমতি শিক্ষার্থীদের লেখা পড়ায় মনোনিবেশ করার উপকরণ দেখে খুবই ভাল লেগেছে। গতানুগতিক শিক্ষার পাশা পাশি যুগোপযোগী শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিটিআই সুপার এস.এম রাউফার রহীম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবুল আক্তার, শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন, কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার উদ্দিন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. রেজাউল করিম প্রমুখ। জেলার শ্যেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার পুরস্কার পেয়েছেন সদর উপজেলার নাজমুল হক। শ্রেষ্ঠ স্টল প্রথম পুরস্কার পেয়েছে তালা উপজেলা শিক্ষা অফিস, দ্বিতীয় স্থান অধিকার করেছে সদর উপজেলা শিক্ষা অফিস ও তৃতীয় স্থান অধিকার করে শ্যামনগর উপজেলা শিক্ষা অফিস। দুইদিন ব্যাপী এ মেলায় জেলার ৭টি উপজেলার ৭টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং রুপ বৈচিত্র্যে সাজানো হয়। প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ স্টলগুলি পরিদর্শন করেন। এসময় জেলার ৭টি উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম।