কলারোয়ায় তুচ্ছ ঘটনায় মা ও ছেলেকে কুপিয়ে জখম
কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
ঘটনাটি ঘটেছে-উপজেলার কেড়াগাছির কুটিবাড়ী গ্রামে। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত ওই এলাকার সাজ্জাত হোসেন জানান-তার ছেলে ইসমাইল হোসেন (১৮) সোমবার রাতে বাইসাইকেল যোগে বাড়ী ফিরছিলো।
এসময় তার হাতে থাকা মোবাইল ফোন দেখে ওই এলাকার কওসার আলীর স্ত্রী রহিমা বেগম বাড়ীতে গিয়ে তার ছেলে আসাদুল ইসলাম ও শরিফ কে বলে ইসমাইল হোসেন মোবাইল ফোনে কথা বলছিলো তোদের চোরাচালানী মালামাল বিজিবি দিয়ে ধরিয়ে দেবে। পরে দলবেধে আসাদুল ইসলাম, শরিফ, মাসুম লাঠি ও দা নিয়ে সাজ্জাত হোসেনের বাড়ীতে গিয়ে তার ছেলে ইসমাইল হোসেনকে ধরে বেধড়ক মারপিট করে। এসময় বাড়ীতে থাকা ইসমাইল হোসেনের মা হাজিরা খাতুন ছেলেকে বাচাতে এগিয়ে আসলে তাকেও ধরে মারপিট করে আহত করে।
এক পর্যায়ে আসাদুল ইসলাম তার হাতে থাকা দা দিয়ে ইসমাইল হোসেনের মাথায় কোপ দিয়ে জখম করে। পরে তাদের ডাকচিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এসময় ৪২ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন তারা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন সাজ্জাত হোসেন। পরে জখম অবস্থায় ইসমাইল হোসেনকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।