সাতক্ষীরায় সাপ্লাই পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ২১ মার্চ
সাতক্ষীরা পৌরসভার কর্তৃপক্ষ কর্তৃক অযৌক্তিকভাবে সাপ্লাই পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে নাগরিক আন্দোলন ম , সাতক্ষীরার অস্থায়ী কার্যালয় মিনি মার্কেটে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাতক্ষীরা পৌরসভা কর্তৃক অযৌক্তিক ভাবে সাপ্লাই পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২১মার্চ২০১৯ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এক নাগরিক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন, নাগরিক আন্দোলন মে র আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু। সদস্য সচিব হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা সুভাষ সরকার, ইঞ্জি: আবিদুর রহমান, রওনক বাসার, ময়না, লিটন, এড. সালাউদ্দিন, মোঃ ইকবাল, সাদিয়া পারভীন প্রমুখ। উক্ত মানববন্ধনে পৌরবাসীকে অংশগ্রহণ করার জন্য নাগরিক আন্দোলন ম , সাতক্ষীরা বিনীতভাবে আহ্বান জানিয়েছেন নাগরিক আন্দোলন মে র আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু।