বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে খুলনা নর্দান ইউনিভার্সিটিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৯ উপলক্ষে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল ১২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নারে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. নরুন্নবী মোল্ল্যা,এ্যাডভাইজর,ডিপার্টমেন্ট অব ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক এন্ড ইঞ্জিয়ারিং । সে সময় তিনি বলেন,বঙ্গবন্ধু মানে বাংলাদেশ যার জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না সুতরাং নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে আর্দশিত হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিয়ারিং বিভাগের কো- এ্যাডভাইজর ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,মোঃ রবিউল ইসলাম, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক এস এম মনিরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব আশিকউদ্দীন মোঃ: মারুফ, আইন বিভাগের বিভাগীয় প্রধান জনাব রাজীব হাসনাত শাকিল, অর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান সরদার শাকিল আহম্মেদ, সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে সভাপত্বি করেন রেজিস্ট্রার, প্রফেসর মো: আব্দুল মতিন ও অনুষ্ঠানটি পরিচালনা করেন, ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মাসুম মরতাজা।