সাতক্ষীরায় নৌকার সমর্থক এক আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
সাতক্ষীরায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা চালানোকে কেন্দ্র করে নৌকার সমর্থক এক আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আনারস প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের দেবনগর নূর হোসেনের দোকানের সামনে এ হামলার ঘটনাটি ঘটে।
এতে আহত হয়েছেন, দেবনগর গ্রামের মৃত দুলাল বল্লবের ছেলে ও স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পরিতোষ বল্লব।
আহত পরিতোষ বল্লব জানান, আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নৌকার প্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান বাবুর সমর্থনে নির্বাচনী কাজ করছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি তার শিশু সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে নূর হোসেনের দোকানের সামনে আসলে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা এস.এম শওকত হোসেনের সমর্থক উত্তর দেবনগর গ্রামের জাকারিয়ার ছেলে মোতালেব বাইসাইকেল যোগে এসে পরিতোষ বল্লবের কাছে কৈফিয়ত চান তুমি শওকত সাহেবের আনারস মার্কায় ভোট না করে নৌকায় ভোট করছো কেনো? এ সময় দু জনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে মোতালেব মোবাইল করে উত্তর দেবনগর গ্রামের আতিয়ার রহমানের ছেলে ৪/৫টি নাশকতা মামলার আসামী সাঈদের কাছে। সাঈদ এ সময় একই গ্রামের আজিজার রহমানের ছেলে লিটন, জাকারিয়ার ছেলে মোজাম্মেল, নজরুল ইসলামের ছেলে সুমন ও সোহরব হোসেনের ছেলে বাবলুসহ ৮/১০ জনকে ডেকে সংঘবদ্ধ হয়ে নৌকার সমর্থক আওয়ামীলীগ নেতা পরিতোষের উপর হামলা চালায়। এ সময় তারা তাকে কিল, ঘুষি ও লাথি মেরে লাঞ্চিত ও আহত করে। এঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনার পর সাতক্ষীরা সদর থানা পুলিশের এস.আই কিশোর সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা ১১ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে, এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান বাবু ও আনারস প্রতীকের প্রার্থী এস.এম শওকত হোসেন ঘটনা স্থলে গিয়ে দুই পক্ষের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছেন। তিনি আরো জানান, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।