কালিগঞ্জে জাতির জনকের জম্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় কালিগঞ্জ সোহরাওয়র্দী পার্ক শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবসের এক বর্ণাঢ্য র্যালী বাহির হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যুরালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন কালিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও সরদার মোস্তফা শাহিন। থানা পুলিশের পক্ষে ওসি হাসান হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে শাহাদাৎ হোসেন, সাবেক পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতাউর রহমান, কালিগঞ্জ সরকারী কলেজ, কালিগঞ্জ সরকারী মাধ্যমিক বিদ্যালয়, রোকেয়া মনসুর মহিলা কলেজ, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়, কালিগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমী, উপজেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। পরে উপজেলা অফিসারস ক্লাবে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ কেএম জাফুরুল আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাকিম, কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, অ্যাড. জাফরুল্লাহ ইব্রাহীম, রোকেয়া মনসুর মহিলা কলেজের ছাত্রী সমাপ্তি মন্ডল ও আদর্শ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাবিয়া সুলতানা মমতা প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শৃজা গাইন, তৃষা সরকার, নাসিফা। নৃত্য পরিবেশ করে তিতলী দাশ, বর্ষা ঘোষ। কবিতা আবৃতি করে আহমেদ সাব্বির, মোশারাফ হোসেন, হাবিবা হেনা, প্রিয়ন্তি বিশ্বাস। এছাড়া জাতির জনকের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।