সাতক্ষীরায় জাতীয় শিশু দিবস উপলক্ষে পথ নাটক অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৯ উপলক্ষে পথ নাটক ঘুম ভাঙ্গানোর পালা অনুষ্ঠিত হয়েছে।রবিবার(১৭ মার্চ) বিকালে সাতক্ষীরা পৌর দু’নাম্বার ওয়ার্ডের লস্কর পাড়া এবিএল স্কুল প্রাঙ্গণে জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে নাকটি পরিবেশিত হয়।
শিশুশ্রম,বাল্যবিবাহ ও স্কুলগামী শিক্ষার্থীর সাথে ইভটিজিং সহ নানা কারণে স্থানীয়দের মাঝে জনসচেতনতা সৃষ্টি করার লক্ষে ঘুম ভাঙ্গানোর পালা নাটকটি উপস্থাপনা করা হয়। নাটকটি পরিচালনা ও পরিবেশনায় ছিলেন,যুব শিল্পী গোষ্ঠী শ্যামনগর।
সহযোগিতায় ইউনিসেফ।
নাকটির বিষয়ে ইইওএসসিপি’র প্রকল্প পরিচালক মো. ফিরোজ রহমান বলেন,জাতির পিতা যেমন শিশুদের ভালবাসেতেন, স্কুলে যেতে বলতেন,মানুষ হতে বলতেন।বড় হয়ে দেশের কল্যাণে কাজ করতে বলেছিলেন।তেমনি ঘুম ভাঙ্গানোর পালা নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের কথা গুলো।