কালিগঞ্জে বঙ্গবন্ধু’র জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
কালিগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯ তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে র্যালী ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ৯টায় কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। দিবসের শুরুতে বঙ্গবন্ধু’র ম্যুরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন, তারপর বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। পরে উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান।
কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, ওসি (তদন্ত) মোহাম্মাদ রাজিব হোসেন, সাবেক পুলিশ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আতাউর রহমান, কালিগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ জি এম রফিকুল ইসলাম, কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একে এম জাফরুল আলম বাবু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব ওয়াজেদ আলী,উপজেলা ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ শেখ রিয়াজুল ইসলাম, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্র বাছাড়, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, হাজী তফিলউদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ রমিজ উদ্দীন, এ্যাডঃ জাফরউল্যাহ ইব্রাহিম, সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আল আমিন প্রমুখ।