কাদাকাটিতে ক্রিকেট টুর্নামেন্টে বিশৃঙ্খলায় খেলা পণ্ড
আশাশুনি উপজেলার কাদাকাটি যুব মজলিস ফুটবল মাঠে অনুষ্ঠিতব্য ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে অনিয়ম ও বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ পাওয়া গেছে। অনিয়ম ও বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে পাইথালী মিলন মোহন যুব সংঘ ক্রিকেট একাদশ খেলা না করে ফিরতে বাধ্য হয়েছে।
শনিবার বিকাল ৩.৩০ টায় কাদাকাটি যুব মজলিসের আয়োজনে ২য় সেমিফাইনাল খেলা শুরু হয়। খেলায় পাইথালী মিলন মোহন যুব সংঘ ক্রিকেট একাদশ ও স্বাগতিক কাদাকাটি ক্রিকেট একাদশ মুখোমুখি হয়। খেলার চিঠিতে প্লেড খেলোয়াড় চলবেনা উল্লেখ থাকলেও কাদাকাটি দলে প্লেড খেলোয়াড় থাকায় অভিযোগ করলেও কর্তৃপক্ষ ‘প্লেড খেলোয়াড় দিয়ে খেলান হবে, না খেলতে চাইলে চলে যান’ বলে অনিয়মের আশ্রয় নেয়। অনেক টাকা ব্যয়ে খেলতে যাওয়া প্রতিদ্বন্দ্বী দল বাধ্য হয়ে খেলা করেন। খেলা শুরুর পর তাদের মনেরমত আম্পায়ারিং না করায় মোছেল নামে এক আম্পায়ারকে মাঝ পথে বাদ দিয়ে আজমুল নামে আরেকজনকে আম্পায়ারিং-এ নামান হয়। পরবর্তীতে খেলা চলাকালে বিতর্কিত রান আউট, হাই বলে নো না দেওয়া, নো বলে আউট দেওয়ার ঘটনা ঘটলে দর্শকরা উত্তেজিত হয়ে প্রতিবাদ জানালে খেলা বন্ধ হয়ে যায়।
পাইথালী দল খেলার পরিবেশ না থাকায় কর্তৃপক্ষকে অবহিত করে আর খেলা না করে মাঠ ছাড়তে বাধ্য হয়। পাইথালী দলের অধিনায়ক আজিজুল ও টিম ম্যানেজার আলম উপরোক্ত অভিযোগ এনে বলেন, তারা কমিটির দুর্ব্যবহার ও অব্যবস্থাপনার কারণে খেলা পন্ড হয়ে যাওয়ায় আয়োজকদের কাছে ক্ষতিপূরণ দাবী করেছেন। একই সাথে উপজেলা নির্বাহী অফিসার ও সমাজ সেবা অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন। ইতিপূর্বে ভালুকা চাঁদপুর দল অনিয়মের কারণে খেলা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল বলে তারা জানান। যুব মজলিসের সহ-সভাপতি টিটল জানান, খেলায় ছিলাম না, শুনেছি বিতর্কিত সিদ্ধান্ত সহ অনিয়মের অভিযোগে খেলা বর্জন করেছে পাইথালী দল। ভিডিও নেই, তাই দর্শক ও কমিটির সাথে কথা বলে এব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সাধারণ সম্পাদক সাজু বলেন, অনিয়ম হয়নি, তারা ভাল রান না করতে পেরে অযৌক্তিকভাবে খেলা বয়কট করেছে। কমিটির সিদ্ধান্তের অপেক্ষা না করে তারা কিছু না জানিয়ে চলে যায়।