বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরায় জেলা প্রশাসনের কর্মসূচী
বাঙ্গালি জাতিসত্তার প্রতিটি অর্জন ও সাফল্যে অনুরণিত হয়ে আছে স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা ও আদর্শে। ১৭ মার্চ মহান এই নেতার ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৯ যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমূখর পরিবেশে উদ্যাপনকল্পে এবং স্মরনীয় করে তুলতে সাতক্ষীরা জেলা প্রশাসন দু’দিনব্যাপী নানাবিধ কর্মসূচী আয়োজন করেছে।
“বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন” এই প্রতিপাদ্যকে ধারণ করে ১৬ মার্চ ২০১৯ শনিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী ভবনে সুন্দর হাতের লেখা, চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী ভবনে শিশু ও বঙ্গবন্ধু বিষয়ক রচনা প্রতিযোগিতা এবং সকাল ১১ টায় কুইজ প্রতিযোগীতা। ১৭ মার্চ ২০১৭ রোববার সকাল ৭.৩০ মিনিটে জেলা সদরে শিশু সমাবেশ ও আনন্দ র্যালী- সাতক্ষীরা সরকারী বালিকা বিদ্যালয় হতে আরম্ভ হয়ে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক পর্যন্ত। সকাল ৮.৩০ মিনিটে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভা এবং ০৭ মার্চের ভাষণ উপস্থাপন (শ্রেষ্ঠ প্রতিযোগীদের উপস্থাপন), বাদ জোহর সকল মসজিদ সমূহে (কেন্দ্রিয়ভাবে কালেক্টরেট জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান। এছাড়া সুবিধামত সময়ে বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করার আহবান করা হয়েছে।
১৭ মার্চ সন্ধা ৬.৩০ টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মের উপর প্রামান্য চলচ্চিত্র প্রদর্শন। সুবিধামত সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা, বঙ্গবন্ধুর ০৭ মার্চের ভাষণের উপর প্রতিযোগীতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া ১৭ মার্চ সন্ধা ৭ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। ১৭ মার্চ সাতক্ষীরা জেলার সকল শিশুদের জন্য আনন্দময় করে তোলার লক্ষ্যে জেলা প্রশাসনের এই আয়োজনকে সফল ও সার্থক করে তুলতে স্ববান্ধবে সকলের উপস্থিতি কামনা করেছেন।
Please follow and like us: