গ্যাসের অপেক্ষায় বঙ্গমাতা হোস্টেল
ফেনী সরকারি কলেজে ছাত্রীদের কথা বিবেচনা করে নির্মাণ হয় ১৩২ শয্যা বিশিষ্ট পাঁচতলা হোস্টেল ভবন। হোস্টেলটির নামকরণ হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব ছাত্রী হোস্টেল। তবে গ্যাস সংযোগ না থাকায় উদ্বোধনের পাঁচ মাসেও চালু হয়নি হোস্টেলটি।
১৯২২ সালে প্রতিষ্ঠিত প্রাচীনতম বিদ্যাপিঠে রয়েছে একটি ছাত্রাবাস। ২২ হাজার শিক্ষার্থীর প্রতিষ্ঠানে প্রায় ১১ হাজার ছাত্রী অধ্যয়ন করছে। দূরের ছাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে কলেজের নবনির্মিত প্রশাসনিক ভবনের পাশে ছয় কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতর ভবনটি নির্মাণ করে। ২০১৮ সালে নির্মাণ কাজ শেষে ভবনটি কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব ছাত্রী হোস্টেল নামকরণের পর ওই বছরের ১২ অক্টোবর ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী হোস্টেল উদ্বোধন করেন। এর মধ্যে সব সরঞ্জামাদি আনা হলেও গ্যাসের সংযোগ নেই।
কলেজের শিক্ষার্থী সাদিয়া রাত্রী বলেন, ছাত্রী হোস্টেলের কাজ শেষে উদ্বোধন হয়েছে। পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো হোস্টেলটি চালু হয়নি। অতিদ্রুত হোস্টেলটি চালু হলে দূর থেকে আসা ছাত্রীদের দুর্ভোগ কমবে।
কলেজ ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মদ তপু বলেন, ছাত্রীরা হোস্টেলে থেকে সুন্দরভাবে পড়াশোনা করতে পারে, সেজন্য দ্রুত বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব ছাত্রী হোস্টেলটি চালুর দাবি জানাই।
মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠান ড্রগ এয়ার এর প্রোডাকশন ম্যানেজার জীবন আচার্য বলেন, ইতোমধ্যে ৮০ শতাংশ হোস্টেলের সরঞ্জাম পৌঁছানো হয়েছে। বাকীগুলো ১০-১২ দিনের মধ্যে বুঝিয়ে দেয়া হবে।
ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল বলেন, হোস্টেলটির কাজ শেষ হলেও গ্যাস সংযোগ দেয়া যাচ্ছে না। গ্যাস সংযোগ না পেলে, বিকল্প ব্যবস্থা করে দ্রুত চালুর ব্যবস্থা করব।