জেলা কৃষকলীগের উদ্যোগে কৃষক হত্যা দিবস পালন
জেলা কৃষকলীগের উদ্যোগে কৃষক হত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কাটিয়াস্থ সাতক্ষীরা জেলা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক প্রভাষক হেদায়েতুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিত সাধু। জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুনজুর হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের প্রচার সম্পাদক মনোজ কুমার দে, পৌর কৃষকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ বাবলুর রহমান, শ্রমিক নেতা রবিউল ইসলাম, ২নং ওয়ার্ড আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আঃ হাকিম, ৯নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৫নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি তাহমিদ আহম্মেদ, ১নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক আঃ গফফার, ২নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক রফিউল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য: ১৫ মার্চ কৃষক হত্যা দিবস, ১৯৯৫ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে বাংলার কৃষকরা সারের দাবিতে আন্দোলন করে। সেই আন্দোলনরত কৃষকদের উপর তৎকালীন বিএনপি সরকারের পুলিশ বাহিনী ১৮ জন কৃষককে হত্যা করে। সেই থেকে ১৫ ই মার্চ কৃষক হত্যা দিবস হিসেবে কৃষকলীগ কৃষকহত্যা দিবস পালন করে থাকে।