কলারোয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শেষ পর্যায়ে
কলারোয়ায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র প্রদান কার্যক্রম শেষের পথে। বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে কলারোয়া পৌরসভা এলাকার স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কাজ। উপজেলার অবশিষ্ট ২ ইউনিয়ন জয়নগর ও জালালাবাদে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে যথাক্রমে ১৫-১৬ ও ১৮-১৯ মার্চ। সবমিলিয়ে ১৯ মার্চ সমগ্র কলারোয়া উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কাজ সম্পন্ন হচ্ছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান। তিনি জানান, সাতক্ষীরা জেলার মধ্যে সাতক্ষীরা সদর উপজেলা ও কলারোয়া উপজেলায় কেবলমাত্র স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, গত ৪ দিনে কলারোয়া পৌরসভা এলাকার ৪টি পৃথক স্পটে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। পৌরসভায় ১৫ হাজার ১শ’ ৭২ টি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার মুরারীকাটি প্রাইমারি স্কুল ময়দানে দিনভর বিতরণ কর্মকান্ড পরিচালনা করা হয়। সরেজমিনে কার্ড বিতরণ স্পটে যেয়ে দেখা গেলো, নারী-পুরুষ দীর্ঘ লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছেন। প্রচন্ড রোদের তীব্রতা থেকে রেহাই পেতে অনেকেরই ছাতা ব্যবহার করতে দেখা গেছে। কার্ড বিতরণ স্পটে স্মার্ট কার্ড স্ক্যানিং করে তা লেমিনেটিং করিয়ে দেওয়ার জন্য বেশ কয়েকটি টিম কাজ করছে। কার্ডধারীরা মূল স্মার্ট কার্ড স্ক্যানিং এর পর একটি করে ডুবলিকেট কার্ড তৈরি করিয়ে নিচ্ছেন। সেই সঙ্গে বিক্রি হচ্ছে কার্ড কভার ও ফিতা। সবমিলিয়ে বিতরণ কেন্দ্রগুলোতে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, আজ ১৫ মার্চ ও পরের দিন ১৬ মার্চ জয়নগর ইউনিয়ন এবং আগামী ১৮ মার্চ ও ১৯ মার্চ জালালাবাদ ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। যদি কোনো কারণে কেউ স্মার্ট জাতীয় পরিচয়পত্র নির্দিষ্ট দিনে সংগ্রহ করতে ব্যর্থ হন, সেগুলো ২৪ মার্চের পর থেকে উপজেলা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করা যাবে।