আশাশুনিতে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা
আশাশুনিতে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন- ২০১৯ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে নির্বাচনী আচরণবিধিসহ সংশ্লিষ্ট বিষয়ের উপর মূল আলোচনা উপস্থাপন করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা। সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাড. শহিদুল ইসলাম পিন্টু, প্রার্থী এবিএম মোস্তাকিমের প্রতিনিধি জগদীশ সানা, ভাইস চেয়ারম্যান প্রার্থী স ম সেলিম রেজা সেলিম, এস এম সাহেব আলি, জি এম আক্তারুজ্জামান, মতিলাল সরকার, ডিএম ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছাঃ হেনা গাজী ও মোসলেমা খাতুন মিলি আলোচনা রাখেন। সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আজিজুর রহমান, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় প্রার্থীরা তাদের পোষ্টার, ব্যানার রাতের আঁধারে খুলে/ছিড়ে দেওয়া, ৩টি ইউনিয়নে এজেন্ট দিতে দেওয়া হবেনা বলে ঘোষণা দেওয়া এবং কোন একজন প্রার্থী কর্তৃক তার বিজয় হয়েগেছে এমন বক্তব্য দিয়ে ভোটারদের মনে সংশয় সৃষ্টি করাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
সহকারী রিটার্নিং অফিসার মীর আলিফ রেজা বলেন, সর্বোচ্চ সুষ্ঠু ভাবে নির্বাচন উপহার দিতে সবকিছু করা হবে। ভোট কেন্দ্র হতে প্রতিনিধিদের কাছে লিখিত ফলাফল দেওয়া হবে। নির্বাচন সংক্রান্ত যে কোন অভিযোগ লিখিত ভাবে করা হলে যথাযথ তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জোরাল ভাবে বলেন। রঙিন পোষ্টার অবিলম্বে অপসারণ করতে তিনি সকলের প্রতি আহবান জানান।