ছনকায় ভাইস চেয়ারম্যান প্রার্থী আকতারের পথসভা
সদর উপজেলার ছনকা বাজারে সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা উড়োজাহাজ প্রতিকধারী কাজী আকতার হোসেন এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ছনকা বাজারে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শেখ সাহিদউদ্দীন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড. ফারুক হোসেন,অ্যাড. সাইদুজ্জামান জিকো, কাজী ইকবাল হোসেন, তুহিন, মাসুদ, বিমান, বাবু, আওয়ামীলীগ নেতা মনোয়ার হোসেন, শুকুর মাহমুদ, জাহাঙ্গীর হোসেন পলাশ, নাহিদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের জোয়ারে ভাসছে গোটা দেশ। উন্নয়নের ছোঁয়া ইতোমধ্যে সাতক্ষীরার প্রতিটি অ লে লেগেছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আগামীতে সাতক্ষীরা সদর উপজেলাকে আধুনিক উপজেলায় পরিণত করতে, উন্নয়নের স্বার্থে সকলে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে উড়োজাহাজ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।