কলারোয়ায় জেলা ছাত্রলীগকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল
কলারোয়া উপজেলায় ছাত্রলীগের নতুন কমিটি দেওয়ায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিককে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়। মঙ্গলবার বিকালে কলারোয়া উপজেলার বিএম নজরুল ইসলাম (বিশ্বাস মার্কেট) থেকে মিছিলটি বের করে নতুন কমিটির সভাপতি শেখ সাগর হোসেন, সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান নাইচ ও সাংগঠনিক সম্পাদক শামীমুজ্জামান টিপু। মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএম মার্কেটের সামনে এক সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাগর হোসেন, সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান নাইচ ও সাংগঠনিক সম্পাদক শামীমুজ্জামান টিপু, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সরকারী কলেজের সাবেক এজিএস মোস্তাফিজুর রহমান মোস্ত, রবিউল আলম মল্লিক রবি, ছাত্রলীগনেতা শাফিউল আযম শফি, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াজ হোসেন রাসেল, কলারোয়া সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাহিম,সহ-সভাপতি সুবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শারারিয়া ইসলাম, আমানুল্লাহ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক দপ্তর সম্পাদক ইমতেয়াজ হোসেন, সাবেক প্রচার সম্পাদক আরশাদুল হক সান, কলারোয়া উপজেলা তাতীগের সদস্য সচিব আশিকুর রহমান টিপু, ছাত্রলীগনেতা শেখ পলাশ, ফয়সাল রহমান, নাজমুল, রিফাত, হৃদয়, আসাদুল, রনি, অশিমসহ ১২টি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ মিছিলে অংশগ্রহণ করেন। এর আগে মিছিলে উপস্থিত ছিলেন-জেলা আ.লীগের উপদেষ্টা ও উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ভিপি মোরশেদ আলী, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক প্রমুখ।
মিছিলে-আগামি ২৪মার্চের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর আনারস মার্কায় ভোট দেওয়ার আহবান জানানো হয়।