শ্যামনগরে শিশুশ্রম ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক কমিউনিটি এ্যাকশন ডে অনুষ্ঠিত
শ্যামনগরের ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে সোমবার দিনব্যাপী শিশুশ্রম ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, সুশীলনের উপ-পরিচালক শাহিনা পারভিন এ্যানী সহ আরও অনেকে । প্রধান অতিথি আবু সালেহ বাবু গণস্বাক্ষর কার্যক্রমের মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত অতিথিবৃন্দ শিশু শ্রম ও শিশু নির্যাতন বিষয়ক মূল্যবান দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানের আয়োজন সূচিতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, গান, নাচ, কবিতা আবৃতি, দুইটি মঞ্চ নাটক (সখিনার স্বপ্ন ও ডাক্তারের বাবা)। এই সব আয়োজন জুড়ে শিশুশ্রম ও শিশু নির্যাতনের করুণ পরিণতি ও প্রতিরোধে সচেতনতার বানী।
অনুষ্ঠানটির আয়োজনে ছিলো এ কাদের রক্তদান সংস্থা ও বড়কুপট বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব। সহযোগিতায় ভিএসও বাংলাদেশ, বাস্তবায়নে সুশীলন এবং সার্বিক তত্ত্বাবধানে ভিএসও এনসিএস ২য় পর্যায়ের ১ম সাইকেলের টিম শ্যামসুন্দর।