কৃষক হবি কবে…
কৃষক হবি কবে…
পলাশ মন্ডল
তোরা আবার কৃষক হবি কবে,
মাটির দেশে জন্মে সবে
কিসের নেশায় ঘুরিস হাটে?
গাইতি সাবল কোদাল রেখে
ঘুরে বেড়াস বেনের দেশে
বলতে পারিস কোনসে আশায়
ছুটতে গিয়ে হোচট খেয়ে
থাকিস বসে মুখ পুড়িয়ে?
ওরে তোরা কৃষক হবি কবে?
তোর মা যে মাটি, দেখনা
খুলে চোখটি চেয়ে।
বেনের বেশে ছদ্দবেশে
রং তামাশার স্বপ্ন মেখে
বেচে কিনে সব ফকির হবি,
বলতো এবার সত্যি করে
তোরা কৃষক হবি কবে?
মাটির সাথে স্বপ্নবুনে
দেখনা চেয়ে কেমন করে
ভাসছে হাসি সবুজ বনে,
তোরা কেমন করে থাকিস বসে
বদ্ধ ঘরের বন্ধ দোর।
তোরা বের হয়ে আয়
মাটি তোদের ডাক দিয়ে যায়,
কৃষক হবি খাটি প্রাণে
কাদা মাটির সবুজ বনে
তোরা কৃষক হবি প্রাণ খুলে আয়
সবুজ তোদের ডাক দিয়ে যায়
Please follow and like us: