১৫ হলে যারা বিজয়ী হলেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ১৫টি হলের নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। এসব হলে ছাত্রলীগ ও স্বতন্ত্র প্রার্থীরই জয় হয়েছে। এসব হলে ছাত্রদল ও বাম সংগঠনের কেউ জিতেননি। এরমধ্যে জয়ী হয়েছেন যারা:

শহীদুল্লাহ হল: ভিপি হোসাইন আহমেদ, জিএস এরফানুল আহমেদ সৌরভ, একুশে হল: ভিপি মেহেদী হাসান সুমন, জিএস ছাত্রলীগের আহসান হাবিব(স্বতন্ত্র)

বিজয় একাত্তর হল: ছাত্রলীগের পূর্ণ প্যানেল জয়ী; ভিপি সজীবুর রহমান সজীব, জিএস নাজমুল হাসান নিশান। এজিএস হয়েছেন আবু ইউনুস৷ এই হলে সব পদে জয়ী ছাত্রলীগ৷

শামসুন্নাহার হল: পূর্ণ প্যানেল স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে। ভিপি পদে শেখ তাসনিম আফরোজ ইমি ও জিএস পদে আফসানা ছপা।  এজিএস ফাতিমা আক্তার।

সূর্যসেন হল: ভিপি ছাত্রলীগের মারিয়াম জামান খান সোহান ও জিএস একই দলের সিয়াম রহমান। এজিএস পদে সালাম মোরশেদ৷ এই হলে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক ও সাহিত্য সম্পাদক ছাড়া সব পদে জয়ী হয়েছে ছাত্রলীগ। ওই দুই পদে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী৷

সলিমুল্লাহ মুসলিম হল: ছাত্রলীগের পূর্ণ প্যানেল জয়; ভিপি এমএম কামাল, জিএস জুলিয়াস সিজার। এজিএস হয়েছেন নওশের আহমেদ৷ এই হলেও সব পদে জিতেছে ছাত্রলীগ৷

ফজলুল হক হল: ভিপি মাহমুদুর হাসান তমাল (স্বতন্ত্র), জিএস ছাত্রলীগের মাহফুজুর রহমান।

স্যার এ এফ রহমান হল : ভিপি ছাত্রলীগের আব্দুল আলিম, জিএস আব্দুর রহিম সরকার। এজিএস আল আমিন৷ এই হলে ছাত্রলীগ পূর্ণাঙ্গ প্যানেলে জয়ী৷

একুশে হল: ভিপি পদে মেহেদি হাসান সুমন (স্বতন্ত্র) ও জিএস আহসান হাবীব (ছাত্রলীগ)

জগন্নাথ হল: ভিপি ছাত্রলীগের উৎপল বিশ্বাস এবং জিএস কাজল দাস। এজিএস অতুনু বর্মন৷ এই হলে সব পদে জিতেছে ছাত্রলীগ৷

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল: সহ সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ সমর্থিত প্রার্থী সাইফুল্লাহ আব্বাসী। জিএস পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তৌফিকুল ইসলাম। এজিএস সুরাপ মিয়া৷ এই হলে জিএস পদ ছাড়া বাকি সব পদে জিতেছে ছাত্রলীগ৷

কবি জসিমউদ্দিন হল: ভিপি পদে জয়ী হয়েছেন ছাত্রলীগ সমর্থিত প্যানেলের ফরহাদ আলী। এই হলে জিএস নির্বাচিত হয়েছেন একই প্যানেলের ইমাম হাসান। এজিএস সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছে। এই হলে ১৩টি পদেই ছাত্রলীগ জয় পেয়েছে।

হাজী মুহম্মদ মুহসীন হল: সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ সমর্থিত প্রার্থী শহিদুল হক শিশির। জিএস নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মেহেদী হাসান মিজান। এজিএস হয়েছেন সাদিল আব্বাস। এই হলে ছাত্রলীগের সব প্রার্থী জয়ী হয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল: ভিপি পদে ছাত্রলীগের আকমল হোসেন ও জিএস পদে মেহেদি হাসান শান্ত নির্বাচিত হয়েছেন। এজিএস জুলফিকার হাসান পিয়াস নির্বাচিত হয়েছেন। এই হলের ১১টি ছাত্রলীগ জয়ী হলেও দুটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। এরা হচ্ছেন সংস্কৃতি সম্পাদক পদে ইয়াসির আরাফাত ও সদস্য পদে আতাউল্লাহ আরমান।

জিয়াউর রহমান হল: ছাত্রলীগ থেকে ভিপি নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম। এই প্যানেল থেকে জিএস পদে নির্বাচিত হয়েছেন হাসিবুল হোসেন শান্ত। এই হলেও সব পদে ছাত্রলীগ জয়ী হয়েছে। এজিএস পদে আব্দুল্লাহ আল মুমিন আবির৷ এই হলেও সব পদে ছাত্রলীগ জয়ী৷

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল: ভিপি নির্বাচিত হয়েছেন সাধারণ শিক্ষার্থীদের স্বতন্ত্র প্যানেলের প্রার্থী রিকি হায়দার আশা। তিনি ছাত্রলীগের প্রার্থী কোহিনুর আক্তার রাখিকে পরাজিত করেন। এই হলে সাধারণ সম্পাদক পদে ছাত্রলীগের সারা বিনতে জামাল জয়ী হন। এজিএস হয়েছেন সাবরিনা স্বর্ণা (ছাত্রলীগ)৷ এখানে সংস্কৃতি ও সাহিত্য সম্পাদক পদে জিতেছেন স্বতন্ত্র দুই প্রার্থী৷ বাকি সব পদে জয়ী ছাত্রলীগ৷

সোমবার (১১ মার্চ) ডাকসু নির্বাচন শেষে হলগুলোর নির্বাচনের দায়িত্বে থাকা হল সংসদ রিটার্নিং অফিসাররা এই ফল ঘোষণা করেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)