কলারোয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠান
সাতক্ষীরার কলারোয়ায় ৪০তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড ১৯’র শুভ উদ্বোধন করা হয়েছে।
কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ চত্বরে সোমবার সকালে ২দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। বিজ্ঞান মনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ ও শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বদিরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, ডা: কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, উপজেলা শিক্ষা অফিসার মোজাফ্ফর হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন আর রশিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, কপাই সাধারণ সম্পাদক অ্যাড: শেখ কামাল রেজা প্রমুখ। পরে বিজ্ঞান মেলায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের স্টলসহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান, সাংবাদিক জুলফিকার আলীসহ শিক্ষার্থীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার শাহাজান আলী শাহীন। উল্লেখ্য, বিজ্ঞান মেলায় উপজেলার ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টলে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রজেক্ট প্রদর্শনী করা হবে।