ফেসবুক-ইউটিউব থেকে সরানো হচ্ছে ‘সফট পর্নো’
ইতোমধ্যে দেশে ২০ হাজারের বেশি পর্নো ও জুয়ার সাইট বন্ধ করেছে সরকার। এবার ইন্টারনেট ব্যবহার আরো নিরাপদ করতে ভিডিও শেয়ারিং মাধ্যম ইউটিউব এবং সামাজিক মাধ্যমগুলো থেকে ‘সফট পর্নো’ সরাতে কাজ করে যাচ্ছে সরকারের কয়েকটি সংস্থা।
এরইমধ্যে ইউটিউব থেকে ‘সফট পর্নো’ সরাতে দেশের কয়েকজন পরিচিত ইউটিউবারকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। ইউটিউবার ছাড়াও সামাজিক মাধ্যম এবং অন্যান্য ইন্টারনেটভিত্তিক মাধ্যমে নানা ধরনের কর্মকাণ্ড করে, অশ্লীল ভিডিও ছড়িয়ে আলোচিতদের ডেকে জিজ্ঞাসাবাদ ছাড়াও কাউন্সিলিং এবং ভবিষ্যতে এমন কিছু প্রচার না করার মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের ওই ইউনিটটি।
সিটিটিসি’র সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, সামাজিক মাধ্যম এবং ইউটিউবে যারা বিভিন্ন ভিডিওর নামে ‘সফট পর্নো’ জাতীয় কনটেন্ট ছড়াচ্ছে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি আলোচিত ও বিভিন্ন সময়ে বিতর্কিত মডেল সানাই মাহবুব সুপ্রভাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের ওই ইউনিট। এছাড়া ১৯ ফেব্রুয়ারি জনপ্রিয় ও আলোচিত ইউটিউবার সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের পুলিশ। তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে জিজ্ঞাসাবাদ ও কাউন্সিলিং করে রাতে ছেড়ে দেয়।