কালিগঞ্জে জনপ্রিয় একক বীমার চেক হস্তান্তর
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর জনপ্রিয় একক বীমার চেক প্রদান অনুষ্ঠান রবিবার (১০ মার্চ) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা কার্যালয়ে জনপ্রিয় একক বীমার জেনারেল ম্যানেজার শেখ সাইফুল বারীর সভাপতিত্বে ও উপজেলা ম্যানেজার এম হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনায় চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কালিগঞ্জ উপজেলা সভাপতি শেখ মেহেদী হাসান সুমন। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্চু, কুশুলিয়া ইউপি সদস্য শেখ খায়রুল আলম, কালিগঞ্জ ও দেবহাটা ভূমিহীন সংগ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াহাব সরদার প্রমুখ। এ অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয় একক বীমা মেয়াদ উত্তীর্ণ পলিসি গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর করা হয়।