কালিগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিরাজ হোসের এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, পিআইও অফিসের সহকারী ইঞ্জিনিয়ার আশরাফুল হাসান, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিস কো-অডিনেটর আশীষ কুমার হালদার প্রমুখ। অনুষ্ঠান শেষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।