শ্যামনগরে ৪ মাদক ব্যবসায়ী আটক
শ্যামনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে পেশাদার ৪ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার দেউলিয়া গ্রাম থেকে পুলিশের উপ-পরিদর্শক এসআই আহম্মদ আলী তাদের আটক করে। আটককৃত ৪ মাদক ব্যবসায়ী হলো- চালিতাঘাটা গ্রামে আঃ সামাদ ওরফে মিঠু গাজীর ছেলে আবিছুজ্জামান উৎস, বাদঘাটা গ্রামে আবু মুছা গাজীর ছেলে নাজমুল আসাদ এবং চন্ডিপুর গ্রামে রবিউল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম ও সিরাজুল ইসলামের ছেলে শাহিনুর ইসলাম। এসময়ে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাজা জব্দ করে পুলিশ সদস্যরা। এ ঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে। শ্যামনগর থানার ওসি হাবিল হোসেন বলেন, আটক মাদক ব্যবসায়ীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us: