শ্যামনগর মহিলা কলেজে ৭মার্চ উদযাপন
আজ ০৭ মার্চ সকাল ১০টায় যথাযথ মর্যাদায় আতরজান মহিলা মহাবিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চ ভাষণ প্রদান দিবস উদযাপন করা হয়। আতরজান মহিলা কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, অনুষ্ঠানের আহবায়ক কলেজের সহকারী অধ্যাপক এম এম সিরাজুল ইসলাম। এ উপলক্ষ্যে রক্তদান কর্মসুচী, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের গল্প ছাত্রীদের উদ্দেশ্যে বলা হয়। এসময় ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন ফারিয়া ইয়াসমিন, রেহানা খাতুন, ফারিয়া আক্তার লিমা। বক্তব্য শেষে হিতৈষী রক্তদান সংস্থার আয়োজনে ডাঃ দিনেশ চন্দ্র বিশ্বাসের পরিচালনায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ রেজওয়ান এর তত্ত্বাবধানে ফারিয়া আক্তার লিমা ফ্রি রক্ত দিয়ে রক্তদান কর্মসূচী শুরু করেন। রক্তের ব্যাগ সরবরাহ করে উপজেলা সমাজ সেবা অফিস। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ।