আশাশুনিতে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন
উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ীলীগের মনোনীত প্রার্থী এবিএম মোস্তাকিমের পক্ষে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আশাশুনি বাজারে এ অফিস উদ্বোধন করা হয়।
জাতীয় শ্রমিকলীগ আশাশুনি উপজেলা কার্যালয়কে নৌকার নির্বাচনী অফিস হিসাবে লাল ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি, উপজেলা চেয়ারম্যান ও নৌকা প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এ বি এম মোস্তাকিম। শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নৌকার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রফিকুল ইসলাম মোল্যা, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলি, সহ-সভাপতি এড. সাইদুজ্জামান জিকো, উপজেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক অসীম চক্রবর্তী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বাচ্চু, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলি প্রমুখ।