বঙ্গবন্ধুর৭মার্চে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটে র্যালী ও আলোচনা সভা
সাতক্ষীরা নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্বপ্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি অসামান্য অর্জন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট ও নবজীবন ইন্সটিটিউটের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে সকাল ১০টায় জেলা প্রশাসন আয়োজিত আনন্দ র্যালিতে অংশ নেয়। র্যালী শেষে সকাল ১১টায় নবজীবন অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের চেয়ারম্যান ও নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণই ছিল স্বাধীনতার মূলমন্ত্র। মুক্তিযুদ্ধের পূর্ব থেকে জেল-জুলুম সহ্য করে বাঙালিকে মুক্তির চেতনায় উজ্জীবিত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণে ইউনেস্কোর স্বীকৃতি বাঙালী জাতীর জন্য একটি ন্যায্য এবং গৌরবময় প্রাপ্তি। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমাদের সঠিক এবং ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে হলে এবং প্রকৃত জ্ঞান অর্জন করতে হলে বাংলাদেশের ইতিহাস,ঐতিহ্য এবং জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। সাথে সাথে তার আদর্শ ও অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে সকলকে সঠিক ও সুন্দর জীবন গড়ার আহবান জানান তিনি। নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ মীর মোঃ ফখরউদ্দীন আলী আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক খালিদ হোসেন ,সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,বিভাগীয় প্রধান ও শিক্ষকদের মধ্যে দেব কুমার মন্ডল, জাকির হোসেন মিন্টু,অহিদুজ্জামান খান প্রমুখ।