বিশ্বকাপের ভেন্যু: লর্ডস ক্রিকেট গ্রাউন্ড
বিশ্ব ক্রিকেটের তীর্থস্থান লর্ডস ক্রিকেট গ্রাউন্ড প্রতিষ্ঠাত হয় ১৮১৪ সালে। যুক্তরাজ্যের সর্ববৃহৎ ক্রিকেট মাঠটির নামকরণ করা হয় প্রতিষ্ঠাতা টমাস লর্ডসের নামে। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড এবং ইউরোপীয় ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর এখানে অবস্থিত। ২০০৫ সালের আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদর দপ্তরও এখানে ছিল। চারটি বিশ্বকাপের ফাইনাল আয়োজন করেছে এই স্টেডিয়াম। সেই ধারাবাহিকতায় এবারের বিশ্বকাপের ফাইনাল হবে লর্ডসে। এখানে বাংলাদেশের একটি ম্যাচও রয়েছে।
ইতিহাসঃ ১৭৮৭ সাল থেকে ১৮১৪ সাল পর্যন্ত তিন মাঠ নিয়ে বিস্তৃতি ছিলো লর্ডসের। ধীরে ধীরে তিন মাঠে একত্রিত করা হয়। ২২ জুন ১৮১৪ সালে লর্ডসে প্রথম খেলা হয়। এতে অংশ নেয় মেরিলিবোন ক্রিকেট ক্লাব ও হার্টফোর্ডশায়ার।
ধারণক্ষমতাঃ বর্তমানে এর ধারণক্ষমতা ২৮ হাজার ৫’শ। ১৯৯৯ সালে বিশ্বকাপ উপলক্ষে এই স্টেডিয়ামে ব্যাপক সংস্কার কাজ হয়। এ সময় নির্মাণ জে. পি. মর্গান মিডিয়া সেন্টার।
আন্তর্জাতিক ক্রিকেটঃ ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ দিয়ে ১৮৮৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখে এই স্টেডিয়াম। এরপর থেকে এ পর্যন্ত ১৩৭টি টেস্ট হয়েছে এই স্টেডিয়ামে। ১৯৭২ সালে ওয়ানডে ক্রিকেটের পা পড়ে এই স্টেডিয়ামে। সেটি ছিলো ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ।
স্টেডিয়ামের পরিসংখ্যানঃ (ওয়ানডে)
ম্যাচ সংখ্যা : ৬১
দলীয় সর্বোচ্চ স্কোর : ৩৩৪/৪ ইংল্যান্ড প্রতিপক্ষ ভারত, ১৭৭৫
দলীয় সর্বনিম্ন স্কোর : ১০৭ দক্ষিণ আফ্রিকা প্রতিপক্ষ ইংল্যান্ড, ২০০৩
ব্যক্তিগত সর্বোচ্চ রান : ১৩৮* ডিভ রিচার্ডস ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষ ইংল্যান্ড, ১৯৭৯
সেরা বোলিং : ৫/৩০ ড্যানিয়েল ভেট্টোরি নিউজিল্যান্ড প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ২০০৪
সর্বোচ্চ রান তাড়া করে জয়: ৩২৬/৮ ভারত প্রতিপক্ষ ইংল্যান্ড, ২০০২
২০১৯ বিশ্বকাপ: ২০১৯ বিশ্বকাপের ফাইনাল হবে এই হবে এই স্টেডিয়ামে। এছাড়া গ্রুপপর্বের আরো ৪টি ম্যাচ হবে এখানে। এর আগে স্টেডিয়ামটিতে মোট ১০টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ ও ১৯৯৯ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আয়োজক ছিল লর্ডস।
বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচের সূচি:
তারিখ | সময় | ম্যাচ |
২৩ জুন’১৯ | বিকেল ৩:৩০ | পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা |
২৫ জুন’১৯ | বিকেল ৩:৩০ | ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া |
২৯ জুন’১৯ | সন্ধ্যা ৬:৩০ | নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া |
০৫ জুলাই’১৯ | বিকেল ৩:৩০ | পাকিস্তান বনাম বাংলাদেশ |
১৪ জুলাই’১৯ | বিকেল ৩:৩০ | ফাইনাল |
এক নজরে লডর্স ক্রিকেট গ্রাউন্ড
অবস্থান : সেন্ট জন’স উড, লন্ডন
মালিকানা : মেরিলিবোন ক্রিকেট ক্লাব এবং ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড
ধারণ ক্ষমতা : ২৮ হাজার ৫০০
দুই এন্ডের নাম : প্যাভিলিয়ন এন্ড এবং নার্সারি এন্ড
প্রথম ওয়ানডে : ২৬ এপ্রিল ১৯৭২
শেষ ওয়ানডে : ১৪ জুলাই ২০১৮
ঘরোয়া দল : মেরিলিবোন ক্রিকেট ক্লাব (১৮১৪-বর্তমান)
মিডলসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব (১৮৭৭-বর্তমান)