হয়রানীমুলক মামলার প্রতিবাদে শ্যামনগরে সাংবাদিকদের মানববন্ধন
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসটিভি প্রতিনিধি আকবর কবীর ও আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহাসীন হোসেন বাবলুসহ সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানীমুলক মামলা দায়েরের প্রতিবাদে আজ মঙ্গলবার বেলা ১১ টায় শ্যামনগরে কর্তব্যরত সাংবাদিকরা মানববন্ধন করেছে। শ্যামনগর প্রেসক্লাব এর সম্মুখে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে তদন্তপুর্বক কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস কে সিরাজের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ডাঃ আবু কওছার, সাবেক সভাপতি সামিউল মনির, সাবেক উপদেষ্টা শেখ আফজালুর রহমান, রিপোটার্স ক্লাবের সভাপতি আল ইমরান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, সুন্দরবন সাংবাদিক ক্লাবের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক পিযুষ বাউলিয়া ও শেখ ফারুক হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক আসাদুজ্জামান লিটন, দপ্তর সম্পাদক মেহেদি হাসান মারুফ, কার্যকরী সদস্য আনিছুজ্জামান সুমন, আব্দুল কাদের, সাংবাদিক আবু সাইদ, রনর্জিৎ বর্মন, মনসুর আলম, সরদার সিদ্দিক, ডাঃ তপন বিশ্বাস, শেখ সোহরব হোসেন, আব্দুল আজিজ, আব্দুল আলীম, আবু তালেব, সালাউদ্দীন, নুরুজ্জামানসহ অন্যান্যরা। মানববন্ধন শেষে সাংবাদিকরা উপজেলা নির্বাহী অফিসারের হাতে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর লিখিত স্মারকলিপি উঠিয়ে দেন। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি সম্পত্তি অবৈধভাবে দখলে রাখার মানসে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকদের বিরুদ্ধে এমন মামলা করা হয়েছে। অতি সত্ত্বর তদন্তপুর্বক মামলা প্রত্যাহারসহ মামলার বাদির অতীত ও বর্তমান যাবতীয় কর্মকান্ড যাচাই বাছাই করে তাকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়। প্রসঙ্গত উল্লেখ্য ভেটখালী সরকারি খাদ্য গুদামের জায়গা দখল করে রাখার ঘটনায় সম্প্রতি সুন্দরবন বার্তা ও আজকের সাতক্ষীরাসহ কয়েকটি পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হয়। পরবর্তীতে ভেটখালী গ্রামের হুমায়ন কবীর সুন্দরবন বার্তার সম্পাদক ও প্রকাশক আকবর কবীর, আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসীন হোসেন বাবলুসহ কয়কজন সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে গত ২ মার্চ তারিখে শ্যামনগর থানা পুলিশ মামলাটি রেকর্ড করে।