সিপিবি নেতা আবুল হোসেনের রোগমুক্তি ও দোয়া চেয়ে জেলা ক্ষেতমুজুর সমিতির বিবৃতি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাতক্ষীরা জেলার সভাপতি, ক্ষেতমুজুর সমিতির কেন্দ্রীয় সদস্য কমরেড আবুল হোসেন গুরুতর অসুস্থ হয়ে সাতক্ষীরার ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২১ ফেব্রুয়ারি রাতে ভাষা শহীদদের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা শেষে বাড়ি ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ অবধি ১২ দিন তিনি ডাক্তারের অধীনে চিকিৎসাধীন। ডাক্তার সূত্রে জানাগেছে সুস্থ হতে আরও সময় লাগবে।
জেলা সিপিবি সভাপতি কমরেড আবুল হোসেন এর রোগমুক্তি চেয়ে এক বিবৃতিতে সাতক্ষীরা জেলা ক্ষেতমুজুর সমিতির সভাপতি ইয়ার আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সম্পাদক মাসুম মোল্লা, সামসুর গাজী, নাসির উদ্দীন, আলমঙ্গীর খান, রওশন আলীসহ নেতৃবৃন্দ আশু রোগমুক্তি ও দোয়া কামনা করেছেন।
Please follow and like us: