আশাশুনিতে গাঁজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে এক গাঁজা ব্যবসায়ী, দুই অনৈতিক কর্মে জড়িত ও দুই গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এএসআই মাহবুব ও এএসআই শাহজাহান অভিযান চালিয়ে গুনাকরকাটি গ্রামের মৃত মহাদেব অধিকারীর ছেলে হারান অধিকারীকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। এএসআই কবির হোসেন পৃথক অভিযানে সিআর ৯২/১৮ এর আসামী বল্লভপুর গ্রামের রশিদ গাজীর ছেলে আফজালকে, পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আজিজুর রহমান জিআর ৭১/১৮ এর আসামী সোদকনা গ্রামের আক্তার মিস্ত্রী ওরফে আত্তাপ মিস্ত্রীর ছেলে খায়রুলকে এবং এএসআই তরুন কুমার জামালনগর গ্রামে মৃত বিমল মন্ডলের স্ত্রী জ্যোৎস্না মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে অসামাজিক কর্মে জড়িত থাকার অপরাধে একই গ্রামের মৃত রণজিৎ সরদারের ছেলে ডেভিট ও জ্যোৎস্না মন্ডলকে গ্রেফতার করেন।