কেশবপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মেলন অনুষ্ঠিত
কেশবপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডাঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন কেশবপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান। আলোচনায় অংশ নেয় ইন্দ্রজিৎ হালদার, আব্দুল মজিদ, মদন সাহা অপু, শেখ শাহীন, উজ্জ্বল ব্যানার্জী, উৎপল দে, প্রদীপ বসু পল্টু, অলোক বসু বাপী, আব্দুস সাত্তার খান, সিরাজুল ইসলাম, মঞ্জুরুল আলম ডবলু। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি শ্যামল অধিকারীর অকাল মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহীত হয় এবং এক মিনিট নিরবতা পালন করা হয়। সম্মেলনে দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে ডাঃ গোলাম মোস্তফা কে সভাপতি, প্রভাষক মশিউর রহমানকে সাধারণ সম্পাদক, উৎপল দে কে সাংগঠনিক সম্পাদক ও অলোক বসু বাপী কে কোষাধ্যক্ষ করে ১৯ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি সর্বসম্মতিক্রমে গঠিত হয়।