গোবরদাড়ীতে ২দিন ব্যাপী ৯ম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল আজ
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ীতে ৯ম বার্ষিকী ২দিন ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল শুরু হচ্ছে আজ। ৫ ও ৬ মার্চ রোজ মঙ্গলবার ও বুধবার গোবরদাড়ী যুব কমিটির আয়োজনে গোবরদাড়ী উত্তরপাড়া বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ১ম দিনে প্রধান অতিথি থাকবেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব এস.এম শওকত হোসেন। সভাপতিত্ব করবেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহজাহান আলী। প্রধান বক্তা থাকবেন- আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ময়মনসিংহ জাতীয় মুফাচ্ছির পরিষদ সাধারণ সম্পাদক ও মোহনা টিভির ধর্মীয় আলোচক অন্ধ হাফেজ হযরত মাওলানা কাজীমুদ্দীন।
বিশেষ বক্তা থাকবেন- বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ জাতীয় মুফাচ্ছির পরিষদের সদস্য হাফেজ মাও: রফিকুল ইসলাম, ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মাও: মহাসিনুল ইসলাম। ২দিন ৬ মার্চ বুধবার প্রধান অতিথি থাকবেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সাংগঠনিক সম্পাদক স্যামুয়েল ফেরদৌস পলাশ, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এড. শেখ তামিম আহম্মেদ সোহাগ। সভাপতিত্ব করবেন ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান। প্রধান বক্তা থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন ও একবিংশ শতাব্দীর মুক্তিকামী মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাও: খন্দকার মাহবুবুল হক (ঢাকা)। বিশেষ বক্তা থাকবেন- বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ১৬৭ বইয়ের লেখক ও কুরআন, হাদিস, ফিকাহ্ ও আরবি বিষয়ে টাইটেল হযরত মাও: আবুল খায়ের, গোবরদাড়ী উত্তরপাড়া জামে মসজিদের খতিব মাও: সাইবুল ইসলাম।
বিশেষ আকর্ষণ : দক্ষিণ বঙ্গের কৃতি সন্তান সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী ইসলামী সংগীত শিল্পী মোহা: রোকনুজ্জামান। মাহফিলে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন কর্তৃপক্ষ।