বাঁশদহা কমিউনিটি ক্লিনিকে টাইলস এর কাজে ব্যাপক দুর্নীতি
সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নের বাঁশদহা বাজারে অবস্থিত কমিউনিটি ক্লিনিকে টাইলস এর কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারী ভাবে -৩,৯৮,০৫০/= টাকা বরান্ধ হলেও জনসাধারণের ধারনা মতে কাজ হচ্ছে মাত্র-২,০০০০০/= টাকা প্রায়। বাকি টাকা অত্বসাৎ করছে ঠিকাদার নজরুল ইসলাম।
এছাড়া কমিউনিটি ক্লিনিকে লাগানো হচ্ছে নি¤œ মানের সস্থা টাইলস। যা অল্প দিনের ভিতরে নষ্ট হয়ে যেতে পারে বলে ধারণা করছে এলাকার সুধী সমাজ। ক্লিনিকের দেওয়ালের টাইলস ৭ফিট উচ্ছতার কথা থাকলেও এক ফিট কম দিয়ে দেওয়া হচ্ছে ৬ফিট। এ বিষয়ে ঠিকাদার নজরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,প্রকৌশলী আমিনুর রহমান আমাকে মৌখিক ভাবে ৬ফিট করার নির্দেশ দিয়েছে। তাই আমি ৬ফিট করছি। যেহেতু তিনি বিল পাশ করবেন তাই তার কথা মত কাজ করছি। আর সস্থা টাইলসের বিষয় জানতে চাইলে তিনি কোন কথার জবাব না দিয়ে তার ব্যবহারিত মুঠোফোনটি কেটে দেন। এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী আমিনুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন,ঘরের ভিতরে ৭ফিট বাহিরে ৬ফিট বাথরুমে ৫ফিট টাইলস দেওয়ার জন্য সিডিউলে দেওয়া হয়েছে। তবে ঠিকাদার যদি কাজ কম করে তার দায়-দায়িত্ব ঠিকাদারকে নিতে হবে। সে জন্য কাজের বিল বন্ধ রাখা হবে। এ বিষয়ে ক্লিনিকের সভাপতি আব্দুল কাদের মেম্বর এর কাছে জানতে চাইলে তিনি বলেন,কাজের কোন খবর আমি রাখিনা। কত টাকার কাজ তাও আমি জানি না। কেহ আমাকে জানাই নি। এব্যাপারে জমিদাতা সদস্য মফিজুল হক (বকুল) বলেন, ক্লিনিকের কাজের জন্য কত টাকা বরাদ্ধ আমি জানি না। ঠিকাদারের কাছে সিডিউল দেখতে চাইলে তিনি সিডিউল দেখায় নি। সে কারণে ক্লিনিকের কাজের মধ্যে যে, দুর্নীতি হচ্ছে এটা জমিদাতা সদস্য মফিজুল হক এর ধারনা। বাঁশদহা কমিউনিটি ক্লিনিকে কাজে যে ব্যাপক দুর্নীতি সহ নি¤œ মানের টাইলস দেওয়া হচ্ছে সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাঁশদহা এলাকাবাসী।