‘আলবিদা’ নোবেল! (ভিডিও)
ভারতীয় চ্যানেল জি বাংলার সঙ্গীতবিষয়ক রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’। আর এ অনুষ্ঠানের মূল আকর্ষণই যেন থাকে বাংলাদেশের ছেলে মাইনুল আহসান নোবেলের গান।
কেননা তার গান মানেই দর্শকদের এবং বিচারকদের মনে এক তুমুল আলোড়ন সৃষ্টি করে। আর সেই ধারাবাহিকতা থেকে বাদ যায়নি ‘সা রে গা মা পা’ এর ৫৮তম আসরে নোবেলের পারফর্মেন্স। এ দিন জেমসের গাওয়া ‘আলবিদা’ গানটি গেয়ে আবারো মাত করেছেন বিচারকসহ দর্শকদের মন।
তবে নোবেলের এবারের গানের পিছনে লুকিয়ে আছে আবেগ। কেননা কয়েকদিন আগেই সড়ক দূর্ঘটনায় মারা যায় তার কাছের কিছু মানুষ। এদিনের ‘আলবিদা’ গানটি তাদেরই ডেডিকেটেড করেছেন নোবেল।
গানটি গাওয়ার সময় অনেকটা আবেগ তাড়িত হয়ে পড়েন তিনি। তবুও শিল্পীদের ক্ষেত্রে একটা কথা যে চিরন্তন সত্য। আর সেটি হলো, শো মাস্ট গো অন। তাই তো নিজের আবেগ জুড়িয়ে গানটি গেয়েছেন। গানটি গেয়ে আবারো গোল্ডেন গিটার পেয়েছেন নোবেল।
এদিকে, নোবেলের এমন হৃদয় বিদারক ঘটনা শুনে উপস্থিত সবাই অনেকটাই আবেগতাড়িত হয়ে পরে।
এছাড়া, গানটি প্রচারে পরপরই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। দর্শকদের মন জয় করতে থাকে গানটি।
নোবেলের আলবিদা গানটি:-