বুধহাটা প্রাইমারী স্কুলে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন
আশাশুনি উপজেলার বুধহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্কুল হল রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
স্কুলের শিক্ষার্থীদের নেতৃত্বের অধিকারী করে গড়ে তুলতে তাদের সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনায় ব্যালট ভোটের মাধ্যমে এ নির্বাচনের আয়োজন করা হয়। ৭টি পদের বিপরীতে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ গ্রহণ করে। ১৯২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করে। ২৮টি ভোট বাতিল হয়।
৪র্থ শ্রেণির ছাত্র সাকিব আল-হাসান ১২৭ ভোট পেয়ে ১ম, ৩য় শ্রেণির ফয়সাল আহমেদ ১২৪ ভোট পেয়ে ২য়, ৩য় শ্রেণির জাকারিয়া মাহি ১১৮ ভোট পেয়ে ৩য়, ৫ম শ্রেণির নাফিজা সুলতানা ১১ ভোট পেয়ে ৪র্থ, ৪র্থ শ্রেণির মারিয়া সুলতানা ১১৭ ভোট পেয়ে ৫ম, ৫ম শ্রেণির শাহেদুজ্জামান ১১২ ভোট পেয়ে ৬ষ্ঠ ও ৫ম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল নোমান ১১০ ভোট পেয়ে ৭ম স্থান অধিকার করে বিজয়লাভ করে।
অপর প্রার্থী ৩য় শ্রেণির উম্মে সালমা ৯১ ও ৪র্থ শ্রেণির মহিবুল্লাহ ৯৩ ভোট পেয়েছে। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে ৫ম শ্রেণির ছাত্র জিল্লুর রহমান। স্কুলের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকমন্ডলী ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ নির্বাচন চলাকালে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করেন।