কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ আতাউর রহমানের মতবিনিময়
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ উপজেলা সংসদ কার্যালয়ে শনিবার (২ মার্চ )সকাল ১০টায় মুক্তিযোদ্ধাদের সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আতাউর রহমানের মতবিনিময় করেছেন।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মাদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অধ্যক্ষ শেখ আবুল হোসেন, কালিগঞ্জ থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খান আসাদুর রহমান, তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, মুক্তিযোদ্ধা সংসদের সহ কমান্ডার মনির আহমেদ, সহ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অজিয়ার রহমান,বীর মুক্তিযোদ্ধা কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মোফ্ফাখারুল ইসলাম নিলু, বীর মুক্তিযোদ্ধা টিএম মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোকলেছুর রহমান মুকুল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রমুখ।
সভায় ১২টি ইউনিয়নের কমান্ডারবৃন্দ ও বিশিষ্ঠ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধারা জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শেখ আতাউরকে জয়ী করতে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। এদিকে ২মার্চ বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলার ৫নং কুশুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাজারগ্রাম রহিমপুর কাশিমপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রার্থীর নিজ গ্রামের বাড়ি এলাকায় গ্রাম বাসিদের সাথে এক মতবিনিময় সভায় আয়োজন করেন। কালিগঞ্জ নাসরুল উলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি খান জাহিদুল ইসলাম বাবুর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আতাউর রহমান।
তিনি গ্রাম বাসির কাছে দোয়া চেয়ে বলেন, এই গ্রামেই আমার জম্ম মৃত হলেই এখানেই দাফন করা হবে। জননেত্রী শেখ হাসিনা আমাকে উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতীককে দলীয় মনোনয়ন দিয়েছে।
আমি এলাকার মানুষের জন্য, উপজেলার উন্নয়নে কাজ করতে পারি, আপনাদের সেবক হিসেবে পাশে থাকতে পারি সে জন্য সকলের সমর্থন ও দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সচিব এমদাদুল হক, গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম, মীর সোহরাফ আলী, আবু বক্কার, শেখ নজরুল ইসলাম, হাফেজ আনোয়ারুল ইসলাম, উপজেলা তরুণলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, এ্যাডঃ আব্দুস সাত্তার, নুরুল হক প্রমুখ। মতবিনিময় সভায় গ্রামের বহু মানুষ উপস্থিত ছিলেন।