দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে জখম
দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে খলিল মোড়ল (৫৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। মারপিটে জখম বৃদ্ধ খলিল মোড়ল বর্তমানে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তিনি উপজেলার মাটিকোমরা গ্রামের মৃত তকিম মোড়লের ছেলে।
বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বিরোধপূর্ণ জমির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে প্রতিপক্ষরা অতর্কিত হামলা সহ বৃদ্ধ খলিলকে পিটিয়ে জখম করে। বৃদ্ধ খলিল মোড়ল জানান, তার ২ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মৃত করিম মোড়লের দুই ছেলে রহিম মোড়ল,রমজান মোড়ল,রমজানের স্ত্রী মুর্শিদা খাতুনের সাথে গোলযোগ চলে আসছিলো। গত কয়েকদিনের বৃষ্টিপাতে বিরোধপূর্ণ জমিটিতে পানি জমাট বাধলে বৃহস্পতিবার সকালে খলিল মোড়ল ওই জমির পানি নিষ্কাশন করতে গেলে প্রতিপক্ষ রহিম মোড়ল,রমজান মোড়ল ও তার স্ত্রী মুর্শিদা খাতুন পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়ে বৃদ্ধ খলিল মোড়লকে বেধড়ক মারপিট করতে থাকে। এসময় হামলাকারীদের মারপিটে মারাত্মক জখম অবস্থায় বৃদ্ধ খলিল মোড়লকে তার পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার পরবর্তী দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মারপিটের এ ঘটনার সুস্থ তদন্ত পরবর্তী অভিযুক্তদের বিরুদ্ধে আহনগত ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে ভুক্তভোগী পরিবারটি।