সাগরে লঘুচাপ, বৃষ্টিপাত থাকবে
পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের কারণে আজ বৃহস্পতিবারও সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
জানা গেছে, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে। তবে সন্ধ্যার পর থেকে এটি ক্রমশই কমে যাবে। শুক্রবার থেকে স্বাভাবিক হবে আবহাওয়া পরিস্থিতি।
এদিকে লঘুচাপের কারণে ঢাকা ও দেশের দক্ষিণাঞ্চলের নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত এবং অন্য নদীবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া কক্সবাজার ও দেশের সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
Please follow and like us: