সিমলাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তালিকায় নিকটরাও
বাংলাদেশ বিমানের ফ্লাইট ‘ময়ূরপঙ্খী’ ছিনতাই চেষ্টার ঘটনায় জড়িত পলাশ আহমেদ ওরফে মাহাদী ওরফে মাহিবি জাহানের স্ত্রী শামসুন নাহার সিমলাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট। একই সঙ্গে পলাশের পরিবারের সদস্য ও নিকটজনদের জিজ্ঞাসাবাদ করা হবে।
জানা গেছে, জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনের প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
তবে সিমলাকে চট্টগ্রামে ডাকা হবে, নাকি তদন্ত কর্মকর্তারা ঢাকায় গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবেন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
প্রসঙ্গত, গত রোববার বিকেলে ঢাকা থেকে উড্ডয়নের পর ফ্লাইট ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইয়ের চেষ্টা করে পলাশ। বিমানটি চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। বিমানটি ছিনতাইয়ের প্রচেষ্টার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে প্যারা কমান্ডো অভিযান চালিয়ে জিম্মিদশা থেকে বিমানটি মুক্ত করে। অভিযানেই নিহত হন ছিনতাই চেষ্টাকারী পলাশ। এ ঘটনায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এ্যাভিয়েশন বিভাগের প্রযুক্তি সহকারী দেবব্রত সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যাতে পলাশসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। পরবর্তীতে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় কাউন্টার টেররিজম ইউনিটকে।