কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নূর ইসলাম (৭৪) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের মৃত শেখ এবাদুল্লাহ এর ছেলে।বুধবার(২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাজিমগঞ্জ বাজার সড়কের সোনালী ব্যাংক সংলগ্নে নিউ মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নাজিমগঞ্জ থেকে বাই-সাইকেল যোগে বাড়ির দিকে যাচ্ছিলেন নুর ইসলাম। নাজিমগঞ্জ বাজার সড়কের সোনালী ব্যাংকের সম্মুখে আসার পর শীতলপুর দিক থেকে আসা কালিগঞ্জগামী (যশোর-ট১১-৪০৩৭) ট্রাকের সাথে তার বাই-সাইকেলের ধাক্কা লাগে এবং চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে ।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত গয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক ড্রাইভারকে আটক করে। সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নূর ইসলাম নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মাদ রাজিব হোসেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।